আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের ডাক, দেশ প্রেমিকরা জাগরে জাগ দুর্নীতিবাজরা নিপাত যাক

মোঃ রিয়াজ উদ্দিন


রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া রেস্টুরেন্টে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল (৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সামাজিক সংগঠন দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ আলোচনা সভার আয়োজন করেন । উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে দুবিসপ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও দুবিসপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবিসপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশ বন্ধু এম এ মান্নান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন,
দুবিসপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিঃ মোঃ ইকরামুল খাঁন, দুবিসপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ নূরুল আলম খাঁন, দুবিসপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মোঃ মিয়া ফারুক, দুবিসপ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিয়া জাহান, এ্যাড. রোকসানা আক্তার, মোমেন আক্তার, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল আউয়াল মুন্না, সাংবাদিক আয়াজ আহমেদ, সাংবাদিক হুমায়ূন কবীর হীরু, আলাউদ্দীন, মোঃ ইউসুফ, ফেরদৌস জামান মুকুল, ইয়াসমিন মিনু।

উল্লেখ্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তার‌ই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও এই দিবসটি পালন করেছে দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ ।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,
যদি দুর্নীতি না থাকতো তাহলে আজ বাংলাদেশ বিশ্ব অর্থনীতি শাসন করতো।
নীতি বহির্ভূত সকল কাজই দুর্নীতি। রাজনৈতিক অপসংস্কৃতি এবং দুর্নীতি একটি রাষ্ট্রের উন্নতির মূল অন্তরায়।
রাষ্ট্রের দেওয়া দায়িত্বের সাথে বিশ্বাস ঘাতকতা করা, রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করার সামিল। যারাই দুর্নীতি করে -তারাই বিশ্বাস ঘাতক, তারাই রাষ্ট্রের সাথে ষড়যন্ত্রকারী।
তিনি বলেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। আমাদের দেখিয়ে দিতে হবে – বিশ্বাস ঘাতকদের শক্তি বেশী – নাকি দেশপ্রেমিকদের শক্তি বেশী। বাংলার দেশপ্রেমিক দামাল ছেলেদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার দেশপ্রেমিক দামাল ছেলেদের নিশ্চিত বিজয় হবে।

এসময় আলোচনায় অংশ নেন সাংবাদিক তানভীর আহমেদ, জুনায়েদ আহমেদ, মোঃ রুবেলসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর