আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কাঁপল দেশ!

চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ!
সারাদেশ ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উতপত্তিস্থল ছিল মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়।

শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে কাঁপল মহানগর সহ দেশ

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

চট্টগ্রামে থাকা প্রায় সকল মানুষ সোশ্যাল মিডিয়াসহ সর্বত্রই প্রত্যক্ষ ও পরোক্ষ আতঙ্ক ভয় প্রকাশয়ের মাধ্যমে তৎক্ষণাৎ ভূমিকম্পের মাত্রা উৎপত্তি স্থলের অবস্থান ও বাস্তব কথায় একে অপরের মধ্যে ছড়িয়ে পরে। কেউ কেউ সৃষ্টিকর্তাকে আজান ও নিজ নিজ ঈশ্বরের ডাকে সারা দিয়ে স্মরণ করে।

এ সময় প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষের কেউ কেউ আকষ্মিক চিৎকারে জেগে উঠেন।সবাই বুঝতে পারেন প্রচন্ড ভাবে সবকিছুই ভয়াবহ ভাবে কাঁপছে। এসময় অনেকেই ভয় ও আতঙ্গগ্রস্ত হয়েছে বলেও জানান সাম্প্রতিক সময়ের আকষ্মিক এই ভূমিকম্পে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর