আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরের কন্টেনার ইয়ার্ডের প্রাচীর আঘাতে আহত একাধিক

চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম বন্দরের ইপিজেড থানা সংলগ্ন ওভার ফ্লো ইয়ার্ড চালু করা হয় কয়েক মাস আগে। নতুন এই ইয়ার্ডের সীমানা দেয়াল ভেঙে অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর),এই দেয়ালটি মাস খানেক আগে চালু করা হয়। বিকেল সোয়া তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে ইপিজেড থানা ডিউটি অফিসার কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন – কোন আহতের ব্যাপারে নিশ্চিত না। আর কেন ওয়াল ধ্বসিয়া পড়িল তা বন্দর কতৃত্তপক্ষ বলতে পারবে।
পরে উক্ত ঘটনা পর্যবেক্ষণ এ উপস্থিত কর্তব্যরত টিমের কাছে জানতে চাইলে ঘটনা পর্যবেক্ষণ অবস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর
মোহাম্মদ হাবিবুর রহমান বলেন – দুইজন আহত হয়েছে। একজন মাথায় আঘাত আরেক জন পায়ে আঘাত পেয়েছে। এবং যার পায়ে রড ঢুকে গেছে সে হাসপাতলে চিকিৎসাধীন আছে। আর আরেক জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর