আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আগ্রাবাদে ০৭ পকেটমার গ্রেপ্তার

চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে ৭ পকেটমারকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিষয়টি নিশ্চিত করেন সিএমপির সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মো. আরিফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফারুকুজ্জামান প্রকাশ মুমিন (৩৫), কাজী হাফিজুর রহমান প্রকাশ সুমন (৪০), মো. সোহাগ শেখ (৩২), মো. আতাউর রহমান (৪০), মো. একরামুল হক(৩৯), মো. আব্দুল কাদের (৫০) ও মো. হাসান মাহমুদ (৪৪)।

সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন চট্টগ্রাম কন্ঠকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় নিম্নমানের আবাসিক হোটেলগুলোতে অবস্থান করে। মূলত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের টার্গেট করে গণপরিবহনে ৫-৭ জন মিলে কৃত্রিম ভিড় সৃষ্টি করতেন। সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তির সব কিছু চুরি করে নিতেন। তারা প্রায় একমাস যাবত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো।

তিনি আরও বলেন, ‘চুরি ছাড়া এদের অন্য কোন পেশা নেই। কম দামের হোটলে থেকে সংঘবদ্ধ হয়ে তারা দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। মামলা দায়েরের পর
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর