আজ ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরবাসীর প্রশ্ন বরাদ্দকৃত দোকান ফুটপাতে কেন

প্রোগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

ফুটপাতে আপত্তিকর স্থাপনা নিয়ে নগরবাসীর মনেপ্রাণে
ধ্যানেজ্ঞানে প্রশ্নবিদ্ধ অবস্থান। ব্যাপক নেতিবাচক মনোভাবের পোষণের তিক্ততায় সমালোচনার মুখোমুখি দেখা গিয়েছে চসিক মেয়র ও সাবেক সফল প্রশাসকের মাঝে।

বলছি ফুটপাত দখলমুক্ত না করে! ফুটপাতে কেন হবে দোকান? বলছি চসিকের অভিনব কৌশলে বরাদ্দকৃত দোকান স্থাপনা প্রসঙ্গে।

মিডিয়ার লেখালেখিকেও যেন কোন ধারতোয়াক্কা করছে না বিবেকমৃত কিছু মানুষের কার্যক্রম। বরঞ্চ মিডিয়াদের এসব প্রতিবেদন প্রকাশ কে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চসিকের বরাদ্দকৃত বৈধতার যুক্তিক কারণ দেখিয়ে যাচ্ছে সহসায়।

এসব আপত্তিকর স্থাপনা ফুটপাতে দেওয়ায় বৃহৎত্তর স্বার্থে যথেষ্ট লেখালেখির পরও নির্মাণ চলছে আরও জোরেশোরে।

এখনো রয়ে গেছে নগর উন্নয়নে বাধা বিঘ্নতায় তীব্র ক্ষোভ আপত্তি আর শত অসন্তোষ। এরই মধ্যে প্রদর্শনকৃত অবৈধ দোকানের স্থাপনা। বাস্তবাতায় যেন আরো জোরালো ভূমিকায় অবতীর্ণএ হচ্ছে অবৈধ উচ্ছেদকৃত সে-ই স্থানেই দোকানের স্থাপনা। চলছে মিনিটে মাইল গতিতে দিনে রাতের আধারে নির্মান কার্যক্রম।

দোকান কম নয় ফুটপাত হয়েছে তাতে কি দোকান বরাদ্দকৃত ২৫৫টি। আর অন্তরালেই রয়ে গেল সত্য ইতিহাস। উচ্ছেদকৃত যে স্থানে দোকানের স্থাপনা এসবের বিরুদ্ধে রয়েছে ১৯৮৮ সাল থেকে বিভিন্ন দপ্তরে অভিযোগ একধিকবার।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর