আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় অগ্নিকাণ্ডে কম্পিউটার দোকান ভস্মীভূত

আনোয়ারা রিপোর্টার:মোঃ জাবেদুল ইসলাম

আনোয়ারায় আইপিএসের সর্ট সার্কিট থেকে আগুন লেগে সাইফুর’স কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট নামের একটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (পহেলা নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা সদরে এই দূর্ঘটনা ঘটে।

দোকানের মালিক সাইফুল জানান, সকালে দোকানে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। আমার ধারণা আইপিএস থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে।

এই বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ বেলাল হোসেন বলেন,সকাল ৭টার দিকে দোকানে আগুন দেখে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লেগে প্রায় ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর