আনোয়ারা রিপোর্টার : জাবেদুল ইসলাম
আনোয়ারায় সামাজিক সমস্যা, শিল্প বাণিজ্যের অপার সম্ভাবনা নিয়ে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে “দেশপ্রেম ও সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার সেন্টারস্থ অভিজাত রেস্টুরেন্ট দারুচিনিতে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম সালাহ্ উদ্দীনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এস এম ইউছুপ, মানবধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মাদ আরফান উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ বদরুল হক, চ্যানেল এস প্রতিনিধি রুপন দত্ত, যুগান্তর প্রতিনিধি রতন দাশ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ওসমান গণি, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক এম এইচ ইমরান চৌধুরী, শেখ আব্দুল্লাহ, খালেদ হাসান, মোহাম্মদ আলবীন, মোঃ জামশেদ, মোহাম্মদ মইনুদ্দীন, মোঃ আলী, মোঃ আরফাত প্রমুখ।
Leave a Reply