আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াছিন আরাফাত গ্যাংকের ৫ জন তক্ষক ব্যবসায়ী আটক

রাঙ্গুনিয়া রিপোর্টার

সোমবার(২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী রাস্তার মাথা এলাকায় থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটক পিত ব্যক্তিরা হলেন ১/ইয়াছিনআরফাত(২৫),
২/মোহাম্মদ শাহজাহান(৩৮)৩/মোহাম্মদ রোমান(২৫),৪/মো-ফারুক(৩০) ৫/ মোহাম্মদ ইব্রাহিম।

উল্লেখ্য, গুজব প্রচলিত আছে ক্যানসারের ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহার হয়; তক্ষক ঘরে রাখলে সহসাই ধনী হওয়া যায়; এর মাথার ম্যাগনেট দাম কোটি টাকা; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা– এমন গুজবের ওপর ভর করে দেশজুড়ে সংঘবদ্ধ চক্র নির্বিচারে তক্ষক ধরছে।


তারা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে তক্ষক নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে। এর পর প্রতারণার মাধ্যমে তাদের হাতে কথিত ‘মহামূল্যবান’ তক্ষক বা এর কঙ্কাল গছিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি ১০-১২ ইঞ্চি তক্ষকের দাম ধরা হচ্ছে ৫০ লাখ টাকা। এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর