খাগড়াছড়ি রিপটার
একটু অসতর্কতার কারনে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। একটু অসতর্কতার কারনে চলে গেল অবুঝ একটি প্রাণ।
খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিসার আল ইসলাম নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার মধ্য বেতছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নিশার ওই গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আবু কালাম জানান, পাশের বাড়ির কৃষক সেখানে বৈদ্যুতিক লাইন থেকে উঠানে মাল্টিপ্লাগে স্ট্যান্ড ফ্যানে ধান উড়াচ্ছিলেন। পাশেই নিসারসহ তার বাবা-মা বসেছিলেন। এক ফাঁকে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দিলে তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। দ্রুত অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply