আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর ট্রেনিং শেষ করে বাড়ি যেতে পারলো না সবুজ।

নিজস্ব প্রতিবেদন

সবুজ মিয়া ভালুকা, ময়মনসিংহ। ১৮ বছরের তরতাজা যুবক গত ৩১ জানুয়ারি মাসে বুকভরা আশা নিয়ে গর্বিত সেনাবাহিনী সদস্য হয়ে দেশ রক্ষার মহান দায়িত্বে নিজেকে বিলিয়ে দিতে যোগদান করেন সিগন্যাল ট্রেনিং সেন্টারে।

সততা,নিষ্ঠা ও সফলতার সাথে প্রতিটা ধাপ পার করে আসছিলেন। ২৯ জুলাই সকালে দৌড়ে ১০ এ ১০ নম্বর অর্জন করেন। দৌড় শেষ করে এসে বুক ধরে বসে পড়ে। পাশে দাড়িয়ে থাকা এ্যাম্বুলেন্স এ দ্রুত সিএমএইচ এ পাঠানো হয়। ডাক্তারের সকল চেস্টা ব্যার্থ করে চলে যায় পরপারে। নিয়তির কাছে আমরা বড় অসহায়। সবুজের চলে যাওয়াটা মেনে নিতে অনেক কস্ট হচ্ছে। জানিনা ওর বাবা মা এবং ছোট ভাইটা কিভাবে এই শোক কাটিয়ে উঠবে।

হে আল্লাহ তুমি সবুজকে ক্ষমা করে দিও। ওর পরিবারকে ধর্য্য ধরার তওফিক দিও। শিক্ষনীয় বিষয়ঃ মৃত্যুর জন্য কোন বয়স লাগেনা যেকোন সময় যে কারোর ডাক আসতে পারে। কাজেই সব সময় প্রস্তুুতি নিয়ে থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে ঈমানী মৃত্যু দান করুন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর