আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শনি ও বুধবারে খোলা থাকবে ব্যাংক নির্দেশনা বাংলাদেশ ব্যাংক।

চট্টগ্রাম রিপোর্টার : কায়েস

চট্টগ্রামের কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট)। আমদানি ও রপ্তানিবাণিজ্য নির্বিঘ্ন রাখার জন্য এসব শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো এ দুই দিন খোলা থাকবে।

ওই নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চললেও শাখাগুলোর অন্যান্য কার্যক্রম চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক সিদ্ধান্তে জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে শুক্রবার (৩০ জুলাই) থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংকগুলো।

তবে নতুন নির্দেশনার ফলে আগামীকাল শনিবার চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকছে। একইভাবে সারাদেশে ব্যাংক বন্ধ থাকলেও বুধবার ওই সব শাখা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর