চট্টগ্রাম রিপোর্টার : রুবিনা
দীর্ঘদিন সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষেধাজ্ঞার পর গত কয়েকদিন ধরে আবার সাগরে মাছ ধরার হিড়িক। জেলেরা জাল পেতে ধরছে’ ঝাকে ঝাকে ইলিশ ।
২৬-০৭-২০২১ইং সোমবার দুপুর আনুমানিক তিনটার দিকে চট্টগ্রাম আগ্রাবাদ পশ্চিম মাদারবাড়ি মিছি পুকুরপাড় ২৮নং ওয়ার্ডের মোঃ পারভেজ মধ্যেম হালিশহর আনন্দবাজার বেরিবাঁধ ঘাটে মাছ ধরতে গেলে সে সাগরে হারিয়ে যায় ।
তার সাথে থাকা সঙ্গীরা দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। অনেক সময় আশেপাশে জনগণ খোঁজাখুঁজি করার পর মোঃ পারভেজ কে মৃত অবস্থায় উদ্ধার করে।
তবে এখনো পর্যন্ত মোঃ পারভেজ এর মৃত্যুর কারণ জানা যায়নাই। হালিশহর থানায় জানতে চাইলে কর্তব্যরত অফিসার বলেন এই ব্যাপারে কোন ধরনের রিপোর্ট তাদের কাছে আসে নাই।
Leave a Reply