আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকরি হারানোর ভয়ে পায়ে হেঁটে সকাল সকাল অফিসে হাজির হয়েছি (গার্মেন্টস শ্রমিক)

চট্টগ্রাম ইপিজেড রিপোর্টার

সকালে কেউ হেঁটে, কেউ রিকশায় চড়ে কর্মস্থলে গিয়ে বাধা পান নগরীর চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) গেইটে।

সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ এর আগে ছুটির ঘোষণা না দেওয়ায় আজ শনিবার (২৪ জুলাই) সিইপিজেড গিয়ে ফিরে এসেছেন বিভিন্ন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। বাংলানিউজ

এসময় সড়কে শ্রমিকদের ভিড় জমে যায়।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধের ব্যাপারে আগে ঘোষণা দেওয়া হয়নি। তাই দুর্ভোগ মাড়িয়ে চাকরি বাঁচাতে ভোর সাড়ে ৬টা থেকে তারা কাজে যোগ দিতে এসেছেন। সড়কে গণপরিবহন না থাকায় অনেকে হেঁটে আসেন কর্মস্থলে।

একটি পোশাক কারখানার সুইং অপারেটর নাজমুল আহসান বলেন, “ঈদের ছুটি কাটিয়ে শুক্রবার অনেক কষ্টে সাতকানিয়া থেকে শহরে ফিরেছি। সকালে এনায়েত বাজার থেকে রিকশায় কিছু পথ আর বাকি পথ হেঁটে গিয়ে সিইপিজেড পৌঁছাই। গেইট বন্ধ করে দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আগে ছুটির ঘোষণাও দেয়নি। শুধু শুধু কষ্ট দিচ্ছে ওরা। বেতন-বোনাস কেটে ফেলার ভয়েই কাজে এসেছিলাম।”

চট্টগ্রাম ইপিজেডের মহা-ব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানান, কঠোর বিধি-নিষেধ’ এর নির্দেশনা মেনে এখানে সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গার্মেন্টস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্তহীনতা ছিল। দেরিতে সিদ্ধান্ত হওয়ায় অনেক শ্রমিক গার্মেন্টস বন্ধ রাখার খবর পাননি। সকালে কিছু শ্রমিক এলেও তারা ফিরে গেছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর