আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৯৬ টি মামলা ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা।

চট্টগ্রাম রিপোর্টার

সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯৬টি মামলা ও ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।



শুক্রবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর