আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্রগ্রাম আনোয়ারায় প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি চলাচল ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আনোয়ারা রিপোর্টার : আলবিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় এলাকায় লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য করায় ও অবৈধভাবে সিএসটিভি ষ্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়ানোর দায়ে সিএনজি অটোরিকশা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ছয় হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।শনিবার(১০ই জুলাই) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। তানভীর আহমেদ চৌধুরী জানান, ভূয়া প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি চলাচল ও করোনা ভাইরাস রোধে সরকারের জারিকৃত বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন, স্বাস্থ্য বিধি না মেনে মোটরসাইকেল চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। ভূয়া প্রেস ষ্টিকার যাতে আর না লাগায় সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। সিএসটিভি ভূয়া ষ্টিকার লাগানো সিএনজি আর দেখলে ট্রাফিক পুলিশকে গাড়ি আটকায়ে মামলা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর