আনোয়ারা কর্ণফুলী রিপোর্টার: আলবিন
চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পিএবি সড়কের কালাবিবি দীঘির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা,একটি গামছা ও নগদ টাকাসহ অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন,কর্ণফুলী উপজেলার বাসিন্দা ওমর ফারুক (৩০), লেদু মিয়া (৩০) ও সুজিত নাথ (২৫)।
পুলিশ সূত্র জানায়,কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকা থেকে অটোরিকশা নিয়ে বাঁশখালী যাওয়ার পথে পিএবি সড়কের শোলকাটা এলাকায় গাড়িটি গতিরোধ করে ছিনতাইকারীরা। এ সময় চালক এনামুল হকের পেটে ছুরি ঠেকিয়ে গামছা দিয়ে মুখ চেপে ধরে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ কালাবিবি দীঘির মোড় এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,অটোরিকশা ছিনতাইকালে গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply