আনোয়ারা কর্ণফুলী রিপোর্টার : জাহিদ
নদীপথে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে কাঞ্চন দে রাখতেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। কিন্তু তিনি থাকতেন বাকলিয়ায়। ইয়াবাগুলো বিক্রি হতো শহরজুড়ে৷ পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই কাজ করে আসলেও শেষমেশ পুলিশের জালেই আটকা পড়লেন তিনি।
শুক্রবার (২ জুন) দুপুর দেড়টায় নগরীর বাকলিয়া থানার আমানত নতুন ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হযেছে। তার কাছ থেকে দুই হাজার ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। কাঞ্চন দে রাউজানের ঢেউয়াপাড়ার কামিনী মাস্টার বাড়ির নিরোদ বরণ দে’র ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাঞ্চন দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে নদীপথে ইয়াবা নিয়ে আসতো আনোয়ারা উপজেলায়। সেখান থেকে শহরে নিয়ে আসতো সুযোগ বুঝে। এনে খুচরা ও পাইকারী মাদক বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করত। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮০ হাজার টাকা। কাঞ্চনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply