চট্টগ্রামে রিপোর্টার
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বটতল এলাকার একটি ভবনে পারিবারিক কলহের জেরে লাখি দে (৪০) নামে এক গৃহিনী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫ জুন) ভোর ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বটতলী ওয়ার্ডের জামাল-কামাল নামে ভবনে পরিবারের অন্য সদস্যদের সাথে ভাড়ায় থাকতেন লাখি দে। লাখি দের সাথে তার স্বামী উজ্জল দের প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকত।
ঘটনার দিন স্বামীর সাথে তর্কের জেরে ভোরে বিষপানে আত্মহত্যা করেন এ গৃহিণী। তবে গৃহিণীর স্বামীর দাবি লাখি দে’র মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যার কারণে সবার অগোচরে বিষপানে আত্মহত্যা করেছেন লাখি দে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বায়েজিদ থানার বটতল এলাকায় বিষপানে গুরুতর একজনকে স্বামী উজ্জ্বল দে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা এখনো এ বিষয়ে কিছু জানি না। কি আত্মহত্যা করেছেন তা তদন্তের পর জানা যাবে।
Leave a Reply