আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর খুলশী থানার অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম রিপোর্টার : মাসুদ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চলছে অবিরাম মাদক ব্যবসা। পুলিশের অভিযানে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে ইয়াবা ,গাঁজা ,ফেনসিডিল ,আরও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য।

১৮জুন ৯টা-৩০মি.খুলশী থানাধীন,ওয়ার্লেস,২নং লেইনের শেষমাথায় থাকা মাঠের উত্তর পাশে নিজ হেফাজতে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে গ্রেফতার করে পুলিশ। মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন (প্রকাশ -লিটন)৩২ বিক্রয়ের জন্য অবস্থান করছিল।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।এবং
উপস্থিত সাক্ষীদের সামনে এ.আই মোঃ ইকবাল হুসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত সাক্ষীর সামনে অপরাধীকে (১৫০) পিস ইয়াবা,ও (২০৫)পুড়িয়া গাঁজা বিক্রি প্রস্তুতি নিচ্ছে এ অবস্থায় ঘটনাস্থলে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য।
প্রতিটি ইয়াবার মূল্য ৩০০/= টাকা করে।
মোট বাজার মূল্য =১৫০x৩০০=৪৫০০০/=টাকা
প্রতি পুড়িয়ার মূল্য ৫০/=টাকা।২০৫পিসx৫০=টাকা=১২৫০০/=টাকা।

উল্লেখঃ ধৃত অপরাধী বিরোদ্ধে সূত্রোক্ত মামলা ছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডি এমএস যাচাই করিয়া বর্ণিত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মাদকদ্রব্যের অপরাধ জনিত কারণে অপরাধী ও অভিযুক্ত মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর