আজ ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ স্বর্ণসহ ৪ জনকে গ্রেফতার করেছে৪ পতেঙ্গা থানা পুলিশ

সুমন দাস

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার ও বিদেশি মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৫৫ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।পুলিশ জানায়,  শুক্রবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর মোড়ে একটি প্রাইভেটকার থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়িটি থেকে মালামাল জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ নম্বর ঘাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  সাংবাদিকদের বলেন, মালামালগুলো বিদেশি। ধারণা করা হচ্ছে, বিদেশফেরত যাত্রী বা যাত্রীদের কাছ থেকে মালামালগুলো আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর