আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষক ও ছাত্রদের উদ্বেগে মুখে হাসি পথ শিশু ও এতিম ছাত্রদের।

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স
প্রতিবছরের মত এবার ও মানবতার হাত বাড়িয়ে দেন হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্ররা। প্রায় ৩০০ বেশি এতিম ,পথশিশু ও দারিদ্রদের মাঝে ইফতার নগদ টাকা ও ঈদ উপহার বিতরণ করেন বিডিআর মাঠের পাশে অবস্থিত হালিশহর মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ইফতার, সেহেরির মুদিবাজার,টুপি, পাগরি ও ইফতার দেয়া হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এতিমখানায় এতিমবাচ্চাদের বিতরণ করা হয় ইদের জামা কাপড়,ঈদ উপহার,ঢেউটিন,ফ্যান, খাদ্য সামগ্রী ইত্যাদি।
এছাড়া ও রমজান মাসে হালিশহর বিডিআর মাঠ, চুনা ফ্যাক্টরী মোর,বাস স্ট্যান্ড মোর,এইচ ব্লক,আই ব্লক, কেন্দ্রীয় জামে মসজিদ,বি ব্লক, ফৈইল্লাতলী বাজার এলাকায় প্রায় ৩০০ জন এতিম,পথশিশু,দরিদ্র, অসহায়,বৃদ্ধ, প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।।অনেক বিধবা নারী,বৃদ্ধ প্রতিবন্ধীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই উদ্বেগের সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা ও বিতরনে হাত বাড়িয়ে দিয়েছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক জনাব সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক। আর তাকে সার্বক্ষণিক সকল কাজে সহযোগিতা করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেনির ছাত্র ইরফান,ইয়ামিন, আরও অনেকেই। তার এই মহৎ উদ্যোগের কথা জানতে চাইলে তিনি বলেন দান করলে সম্পদ ও সম্পত্তি কমে না বরং নিজের অর্থসম্পদ আরও পরিশুদ্ধ, বরকতময় হয়”।সমাজের সকল শ্রেণীর মানুষকে ভালো কাজে এগিয়ে আসার আহ্বান করেন এই শিক্ষক।

 

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর