আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক 

চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা চেয়ারম্যান কলোনী, কুলাপাড়া পাইলট একাডেমী স্কুল এর প্রধান শিক্ষক দেদুল বড়ুয়া একই স্কুলের শিক্ষিকা সাদিয়া সুলতানা সেতু( ২৫) কে গত ১৫-০১-২০২৫ইং তারিখ দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকার সময় প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে শোয়াইয়া জোরপূর্ব ধর্ষণের চেষ্টা করে। চিৎকারের শব্দ শুনে পথচারী রাস্তায় চলাচলরত লোকজন বিষয়টি জানতে পারলে দরজা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে উত্তেজিত জনতা আসামি দেদুল বড়ুয়াকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশকে ফোন করে।
চাদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ লুৎফুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়।উত্তেজিত জনতার নিকট হইতে উদ্ধার করে দেদুল বড়ুয়াকে থানায় নিয়ে আসে।। আসামি দেদুল বড়ুয়া (৩২), পিতা-মিলন বড়ুয়া, মাতা-মীরা বড়ুয়া, সাং-মিলনবাবুর বাড়ী, সোনাইছড়ি বেতবুনিয়া, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-মধ্যম মোহরা চেয়ারম্যান কলোনী, কুলাপাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১৬, তারিখ-১৫/০১/২০২৫ইং, ধারায়-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) (খ) রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর