আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জন্মদিনের শুভেচ্ছা পুস্তক প্রকাশক আবদুল আলীম চৌধুরী(বুলবুল)।

এ আর তুহিনঃবিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম আন্দরকিল্লায় সোনার তরী পাবলিকেশন্স ও গ্রামীণ পাবলিকেশন্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সীতাকুন্ড সমিতির আজীবন সদস্য,শিক্ষানুরাগী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী জনাব আবদুল আলীম চৌধুরী (বুলবুল) এর জন্মদিন।
তিনি ১৯৬৫ সালের এদিনে সীতাকুন্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন কৌট্রাবাজার ৩নং ওয়ার্ডের আসকর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।বাবা মরহুম মোহান্মাদুল আলম চৌধুরী ও মা নুর নাহার বেগম এর নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়।
দীর্ঘদিনের ভালোলাগা থেকেই তিনি পুস্তক প্রকাশনা ও ব্যবসা শুরু করেন।কারণ তিনি মনে করেন,বই প্রকাশনা এমন এক খাত যা জাতিকে আলোকিত করে এবং একটি অত্যন্ত মহৎ,সৃজনশীল ও মেধা বিকাশের পেশা।
মনুষত্বের শিক্ষায় চরম শিক্ষিত ম্যাচুউড ম্যন্টালির আদর্শবান, সাহসী, ত্যাগী, মেধাবী, কৌশলী, ভদ্র ও জ্ঞানের ভুবনের দ্বাররক্ষী পুস্তক প্রকাশক আবদুল আলীম চৌধুরী (বুলবুল)।
আজকের এই আনন্দঘন মুহূর্তে দৈনিক চট্টগ্রাম কন্ঠ পরিবার এর পক্ষে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই,
আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর