চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ বারখাইন ইউনিয়নের এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন শাহে মদিনা ফাউন্ডেশন।
২৭শে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৭টা থেকে তৈলারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রো পলিটন হাসপাতালের এমডি একেএম ফজুলল হক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের এজিএম মোহাম্মদ আরিফুল ইসলাম, শাহে মদিনা ফাউন্ডেশনের সভাপতি মৌলানা আবদুল হালিম, সহ সভাপতি বদি আলম,, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী , সংগঠনের সদস্য মোবারক আলী,, আলী আকবর, মোহাম্মদ কাইযুম, শাহেদ উল্লাহ, ছৈয়দুল হক ,মুক্তার, শাহেদ, মোহাম্মদ নাছির, আবদুল রশিদ, আজমল, আজিজুল হক , কায়সার, রিঙ্কু, রোকন, সাজ্জাদ টুটুল, হৃদয় ,আজাদ, বদিউল, ফারুক ,প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি একেএম ফজুলল হক বলেন, ‘গ্রামের অসহায় নারী, পুরুষ ও শিশুরা শহরের ভাল ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব নয়। একথা চিন্তা করে আমাদের এই সেবা ক্যাম্পের আয়োজন। আজকের চিকিৎসা ক্যাম্পে ৮জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ৬ শতাধিক রোগীকে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস,অর্থোপেডিক, কিডনী রোগ, গাইনী, ডায়েট কনসালটেন্টের চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম বলেন অন্যান্য সেবার সাথে সাথে আমরা আগামীতেও এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ’।
Leave a Reply