আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জাহিদুল ইসলাম চট্টগ্রাম 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আল ইমরান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায়, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওত জামাল দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা, পুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু ছিদ্দিক এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। এছাড়া বক্তব্য রাখেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মোতালেব, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।উক্ত সমাবেশ ও আলোচনা সভাকে সফল করতে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে  বলেন, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টি করা হচ্ছে। নেতারা কর্মীদের ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর