মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন চিকন্দন্ডী ইউনিয়নের অন্তর্গত কাটাখালী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।অভিযুক্তরা হলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মৌলভী মোঃ মকসুদুল করিম ও এক অফিস সহকারি কেশব কান্তি দেব।এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা গত (১০ শে সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালে অত্র প্রতিষ্ঠানে গঠিত নিরীক্ষা কমিটির তদন্তে এক বছরে ৬,৫৪,০০০/ টাকার গরমিল নিরীক্ষা কমিটির কাছে ধরা পড়ে। যা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মকসুদুল করিম ও অফিস সহকারী কেশব কান্তি দেব মিলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন নিরীক্ষা কমিটি।
অভিযোগে নিরীক্ষা কমিটি জানান, অভিযুক্তরা বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজে টাকা উত্তোলনের কথা বললেও টাকা উত্তোলনের কোন প্রকার রশিদ দেখাতে পারেনি।এ বিষয়ে নিরীক্ষা কমিটির প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা টাকা আত্মসাৎ এর কথা স্বীকার করে, টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। এবং টাকা ফেরত না দিয়ে বারংবার তারিখ পরিবর্তন করছেন। তিনি আরো বলেন, আমি অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি।এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।হাটহাজারী উপজেলা একাডেমিক তদন্ত কর্মকর্তা সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর প্রাথমিক সততা পাওয়া গিয়েছে। তদন্ত চলমান রয়েছে, পুরোপুরি সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply