আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জুলাই -আগস্ট শহীদদের স্মরণে গণঅভ্যুত্থান ও স্মরণ সভা অনুষ্ঠিত।

জাহিদুল ইসলাম (কর্ণফুলী)

কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সকল শহিদের স্মরণে ও আহতদের সু-স্বাস্থ্য কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কর্ণফুলী, চট্টগ্রাম জনাব মাসুমা জান্নাত। এসময় গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতা ও তাদের পরিবার এবং বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), কর্ণফুলী; বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর রিদওয়ান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা; উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ; উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; উপজেলা প্রকৌশলী (এলজিইডি); উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; উপপ্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তর, উপপ্রকৌশলী, পিআইও দপ্তর, উপজেলা খাদ্য অফিসারসহ অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ; এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ।আহত ছাত্র- জনতা এ সময় আন্দোলনে তাদের স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরেন এবং বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রবৃন্দ নতুন বাংলাদেশ গড়তে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত কর্মকর্তাগণ বক্তব্য রাখেন এবং দোয়া মাহফিল করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী জনাব মাসুমা জান্নাত আহত সু- স্বাস্থ্য কামনা করে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছেন এবং তাদের জন্য কাজ করে যাবেন মর্মে জানান।কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে এক মিনিট নিরবতা পালন, কবিতা আবৃত্তি এবং অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ‘স্মরণে জুলাই গণ অভ্যুত্থান’ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর