আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রধান।

রিপোর্টার জাহিদুল ইসলাম

চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ ৯ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।২৩ নভেম্বর শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের উদ্দ্যোগে এ আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বপরিমণ্ডলে আজ একটি অতি পরিচিত ও গর্বিত নাম। সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ যে কোন অভ্যন্তরীণ সংকট নিরসনে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা সকল ক্ষেত্রে অসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। তারি ধারাবাহিকতাই ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবত আর্থিক সংকটের কারণে সুচিকিৎসার অভাব এবং বিভিন্ন সমস্যায় ভুগছে। বিষয়টি জানতে পেরে এ সহায়তা প্রদানের উদ্যোগ নেন ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর