আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় মদ উদ্ধার ।

জাহিদুল ইসলাম

আজ ১৭ই নভেম্বর২০২৪ রোজ রবিবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ড, রাজার বাপের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রের ২টি বুলেট, প্রায় ২২লিটার দেশীয় মদ, আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জামাদি, মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আনুমানিক সময় তখন রাত ২টা গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট প্রায় ৩ঘন্টা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ খান(২৪) ও পিতা- নূর হোসেন(৭০)কে আটক করা হয়।

শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নিয়োজিত আছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে একটি মাদক ব্যবসায়ী বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়, এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ,আনুষঙ্গিক সরঞ্জামাদি, মোবাইল, প্রায় ১৫টি মতো দেশীয় অস্ত্র ও শট গানের দুটি বুলেট উদ্ধার করতে সক্ষম হই। সেই সাথে উক্ত স্থান হতে মাসুদ খান (২৪) ও তার পিতা নূর হোসেন(৭০) আটক করতে সক্ষম হয়।তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বে রয়েছে, পূর্বেও ছিল এবং বিশেষ করে এই পরিস্থিতিতেও সর্বদাই বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এ ছাড়াও কর্ণফুলী থানার এসআই আব্দুল্লাহ আল নোমান বলেন আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করি, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীসহ কর্ণফুলী থানার দুইটা ইউনিট অংশগ্রহণ করে। সেখান থেকে আমরা দুজন আসামি আটক করি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর