আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর বিমান বন্দরের পাশে মরা মুরগি জবাই করার সময় হাতেনাতে ধরা গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদন

কাস্টমস হাউসের পাশের রেস্টুরেন্ট শতাধিক মরা মুরগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছেন এপিবিএনের সদস্যরা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি রেস্টুরেন্ট থেকে শতাধিক মরা মুরগিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাদা পোশাকে এপিবিএনের সদস্যরা এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী ওই রেস্টুরেন্ট থেকে এসব মরা মুরগি জব্দ করে।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রেস্টুরেন্টে মরা মুরগিগুলো নিয়ে আসা হতো। যা সাধারণ মানুষদের খাওয়ানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করে। এ সময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর