আজ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা 

মোঃ জাহিদুল ইসলাম

বন্দরনগরী ও ঐতিহ্যবাহী চট্টগ্রামে নানারকম অপরাধের মধ্যে মাদক সেবন এবং দেহ ব্যবসা একটি বড় সমস্যা। মানুষ সাধারণত আবাসিক হোটেল গুলোতে রাত্রি যাপন অথবা দীর্ঘদিন থাকার জন্য যায়।এরই সুযোগ নিয়ে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা দেহ ব্যবসা সহ নানান অপকর্মে জড়িত হয়ে পড়ছেন। কিছু আবাসিক হোটেল অথবা গেস্ট হাউজ নামধারী হলেও আসলে সেখানে কোন মানুষ থাকার ব্যবস্থা নেই।যেমন বি–বাড়িয়া গেস্ট হাউজ (আবাসিক) হোটেল নামক হোটেলে গিয়ে সরেজমিনে দেখা যায় রমরমা দেহ ব্যাবসাসহ রুমে বসে মাদক সেবনের মতন অনৈতিক কর্মকান্ড।

এইসব হোটেল গুলো মূলত মাদক সেবীদের আড্ডা এবং মাদক বেচাকেনা জন্যই তৈরি। সাধারণ মানুষ এখানে গেলে পরতে হয় নানারকম ঝামেলায়। বাহির থেকে দেখে বোঝার উপায় নাই যে এটি আবাসিক হোটেল। সাইনবোর্ড দেখে মানুষ যখন যায় তখনই পরে বিপদে। চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকায় এরকম অনেকগুলো গেস্ট হাউজ আবাসিক হোটেল নাম দিয়ে দিদারসে চালাচ্ছে অসামাজিক কার্যকলাপ মাদক সেবন ও দেহ ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর