আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে লাইসেন্স বিহীন অবৈধ পণ্য উৎপাদন ম্যাজিস্ট্রেটের অভিযান

চট্টগ্রাম রিপোর্টার

গত( ০৮) জুন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই এর যৌথঅভিযানে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেসার্স শিল্প ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহন ব্যতীত ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়েছে।

একই অভিযানে মেসার্স ফুড ম্যাক্স নামীয় একটি বেকারী প্রতিষ্ঠানে পাউরুটিতে অগ্রিম উৎপাদন তারিখ দেয়ায় এবং বিএসটিআই থেকে পণ্য মোড়কজাতরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া পন্য মোড়কজাত করে বিক্রি করায় বিএসটিআই এর ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫,০০০ টাকা সহ সর্বমোট ১৫,০০০/- জরিমানা করা হয় ।

অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিল্লুর রহমান এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর পক্ষে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃমুকুল মৃধা, পরিদর্শক ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর