আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি বরাদ্দকৃত টাকা জনগণ পর্যন্ত যেন আসে সেদিকে খেয়াল রাখতে হবে (অর্থ প্রতিমন্ত্রী)

চট্টগ্রাম কণ্ঠে : ডেক্স
সরকারি বরাদ্দকৃত অর্থ জনগনের কাজে পৌঁছাতে হবে। এখানে কোনো ধরণের দুর্নীতি যেন না হয়। সঠিক বাস্তবায়ন যেন হয়। উপকূলীয় বেড়িবাঁধ নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেন বললেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি।
শনিবার (২৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৫৭৭ কোটি টাকা ব্যায়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও পারকি সমুদ্র সৈকতে ৭১ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আরও বলেন, ২০১৬ সালে উপকূলীয় বেড়িবাঁধের কাজ শুরু হলেও এখনো কাজ শেষ না হওয়াটা সন্দেহজনক। অর্থ যা ছাড় হয়, সে অনুপাতে কাজ হয়না। পাউবোর ত্রুটি, টিকাদারের ত্রুটি এসব অভিযোগ শুনতে হচ্ছে যা ভালো লাগে না। সরকারের অর্থ ছাড় হচ্ছে-ব্যয় হচ্ছে, কিন্তু এত বছরে কাজ শেষ হয়নি। সরকারী অর্থ উত্তোলন করে ফেলেছেন, কিন্তু কাজ হয়নি কেন? বর্ষা মৌসুমের আগেই জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকাতে হবে। এলাকার মানুষের ভালমন্দ আমাকে আগে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর