চট্টগ্রাম কন্ঠ ডেক্স
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিন ) বিভাগের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ০৪ জন আটক।মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পরিদর্শক জনাব মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে, টিম-৩০ (চোরাই গাড়ি উদ্ধার টিম) এর অফিসার ও ফোর্স সহ ২২/০২/২০২৪খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া চেয়ারম্যান মার্কেটস্থ দুবাই মোটর সাইকেল গ্যারেজের সামনে এবং চট্টগ্রাম,- হাটহাজারী রোডস্থ মেসার্স বার আউলিয়া স মিলের সামনে অভিযান পরিচালনা করে মোট ০৪ (চার)টি চোরাই মোটর সাইকেলসহ চারজনকে আটক করে। তারা হলেন ১। সেকান্দর(৩০),২। মোঃ সিরাজ মারুফ (২৬),৩। আলী রেজা ফারহান((২০),৪। মোঃ আতিক হাসান (১৯)উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply