সুমন দাস, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।থানাগুলো হলো- কোতোয়ালী, চান্দগাঁও, বাকলিয়া ও পতেঙ্গা।বৃহস্পতিবার (২ নভেম্বর) নগরের সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এই বদলি আদেশে স্বাক্ষর করেন।রদবদলের বিষয়টি , নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক এসএম ওবায়েদুল হক কোতোয়ালী থানার নতুন ওসি পদায়ন করা হয়েছে। কোতোয়ালী থানার বর্তমান ওসি জাহিদুল কবীরকে নগরের চান্দগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামকে সিএমপির ডিবি-বন্দর বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক সাজেদ কামালকেও সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানার ওসি পদায়ন করা হয়েছে। এছাড়া সিটিএসবির পুলিশ পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
Leave a Reply