আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএমপি ডবলমুরিং থানার অভিযানে চোরাইকৃত পিকআপ উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার।

চট্টগ্রাম কন্ঠ :ডেক্স 

গত ২৬/০৭/২০২৩ইং তারিখ রাত অনুমান ৩.১৫ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের গেইটের সামনে পিকআপ স্টেশন হতে মোঃ মনির হোসেন মুন্না (৩২) নামের এক ব্যক্তিরএ ১টি পিকআপ, চুরি হয়ে যায়। যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ন-১১-৪০১৪, ইঞ্জিন নং- 275ID105EUYS43687, চেসিস নং- MAT445235FZR21969 চুরি হওয়া পিকআপ টির মূল্য অনুমান ৪,০০,০০০/- টাকা, গাড়ির মালিক। বাদী হয়ে ওই দিনেই ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী সিএমপি’র ডবলমুরিং মডেল থানার এসআই,আলহলাদ ইবনে জামিল, এএসআই, কাজী সাইফুল ইসলাম, এএসআই, মো: শাহাদত হোসেন এর সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। তথ্য প্রযুক্তি সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বিটেশ্বর এলাকা হতে অদ্য ১৫/০৮/২০২৩ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় উক্ত মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ নাঈম উদ্দিন (২২) এবং আসামী মোঃ জাহিদ হাসান বাবু (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মোতাবেক অত্র মামলার চোরাই পিকআপটি উদ্ধারপূর্বক জব্দ করেন। জিজ্ঞাসাবাদের পর চুরির ঘটনা বর্ণনা করে বলেন পিকআপ গাড়ীটি মোঃ নাঈম উদ্দিন (২২), মোঃ জাহিদ হাসান বাবু (২২) ও মোঃ হোসেন (২১) পরস্পর যোগসাজসে গত ২৬/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ০৩.১৫ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের গেইটের সামনে পিকআপ স্টেশন হতে চুরি করে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় রেখেছে। মামলার ০৩নং আসামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। পরবর্তীতে ০১ ও ০২নং আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একই তারিখ সকাল ০৬.১৫ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন পাঠানটুলী এলাকা হতে ঘটনায় জড়িত ৩নং আসামী মো: হোসেনকে গ্রেফতার করেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডবলমুরিং থানার অফিসার্ ইনচার্জ বলেন গ্রেফতারকৃত ৩জনেই সক্রিয় চোরাই চক্রের সদস্য এরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে পার্টস হিসেবে বিক্রি করে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর