আজ ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জাহিদুল ইসলাম চট্টগ্রাম

আজ ১২ আগষ্ট শনিবার বিকাল ৩টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ‍্যারটেক ও কলেজবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ প্রতিষ্টানকে ৪৫০০০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এই সময় চট্রগ্রাম জেলা সহকারী বিস্ফোরক পরিদর্শক, এস. এম. সাখাওয়াত হোসেন, কর্ণফুলী থানা পুলিশ টিমের সাব ইন্সপেক্টর জনাব মো: শামীমসহ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।কর্ণফুলী উপজেলা প্রশাসন থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রমতে এ সময় বিসমিল্লাহ ষ্টোর ও গাউছিয়া জিলানী ট্রেডার্স নামের ২টি তেলের দোকানকে অকটেনসহ অন‍্যান দাহতেলের ক্রয়-বিক্রয় মজুদের লাইসেন্স বা অনুমোদন না থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬’র ২০ এর ১ (ঙ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ৩৫,০০০ হাজার টাকা ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি গ‍্যাস সিলেন্ডারের দোকানকে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ‍্যাস সিলেন্ডার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৬ (৩) ধারায় ১০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর