জাহিদ হোসেন : কর্ণফুলী
চট্টগ্রামের ঐতিহ্য এবং বিখ্যাত একটি নদীর নাম কর্ণফুলী। যে নদীর ঐতিহাসিক বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এই নদীর বৈষম্য এবং সৌন্দর্য সবাইকে মুখরিত করে। আর এই সৌন্দর্যকে গ্রাস করে দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে কিছু অসাধু লোক। কোন না কোনভাবেই সেটা নজরে আসে প্রশাসনের।
চট্টগ্রাম কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের বাংলাবাজার ঘাটে নদী ভরাট করে আইএমএস এর অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।।১১ জুলাই মঙ্গলবার বিকেল ৬ টা বাজে উপজেলা সহকারী কমিশনার ভূমি পীযূষ কুমার ছৌধুরী এই অভিযান পরিচালনা করেন।অভিযানে আইএমএস গ্রুপের অবৈধভাবে নদী দখল করা ২৫ শতক জমি ও অবৈধ স্থাপনা উচ্চেদ করেন।অভিযানে আইএমএস গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি পীযূষ কুমার চৌধুরী বলেন, নদী দখল করে কেউ যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য চট্টগ্রামের জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তিনি আরো বলেন এখানে যত অবৈধ স্থাপনা আছে যারা নদী দখল করে আছে সব স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করার আগ পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।
Leave a Reply