জাহিদ চট্টগ্রাম
গত ০৮/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.৪৫ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে আগামী ২০/০৬/২০২৩ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)’এর নেতৃবৃন্দ এবং তুলশী ধাম পরিচালনা পরিষদ, নন্দনকানন, চট্টগ্রাম এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের নিমিত্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পোশাকী পুলিশ মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।প্রতিটি রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং নির্ধারিত রুটে পরিচালনা করার বিষয়টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো লথেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ (পরিচিতি মূল ভেস্ট) ব্যাগ, পুটলা সহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, মিছিলের মাঝ পথে প্রবেশ না করার ব্যাপারে কমিশনার মহোদয় উপযাপন কমিটির নেতৃবৃন্দ ও সম্মানিত নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply