সুমন চট্টগ্রাম
প্রতিদিন কোন না কোন পন্থা অবলম্বন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য সামগ্রী কোনভাবেই থামানো যাচ্ছে না এই মাদকের নৈরাজ্যকে।
গতকাল , চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের অভিযানে ৬৫০০ পিস ইয়াবাট্যাবলেট ও ১টি কাভার্ডভ্যানসহ আটক ০১ জন।মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সামীম কবির ও সহকারী-পুলিশ কমিশনার জনাব কাজী তারেক আজিজের তত্বাবধানে, টিম -৫২ এর পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেন ও পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ শহীদুর রহমান এর নের্তৃত্বে, এসআই (নিঃ) মোঃ আলাউদ্দীন, এসআই (নিঃ) মোঃ জাহিদুল করিম, এএসআই (নিঃ) তাজুল ইসলাম, এএসআই (নিঃ) শিবু মজুমদার, এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্সসহ ০৭/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত ব্রীজ সংযোগ সড়ক কালামিয়া বাজার ৫নং ব্রীজের উত্তর পাশে ওয়াজে-দীয়া স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৫০০ পিস ইয়াবাট্যাবলেট ও ১টি কাভার্ডভ্যানসহ মোঃ নুরুল কবির প্রঃ নুরুকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে ঢাকা পূর্বাচল নিয়ে বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
Leave a Reply