আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাবলমুরিং থানার শ্বাসরুদ্ধ অভিযানে ২৯,২৫,৫০০/- টাকা উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার।

চট্টগ্রাম কন্ঠ :ডেক্স

সিএমপি- ডবলমুরিং মডেল থানার দুই ঘন্টার অভিযানে চুরি হওয়া টাকা সহ আসামিকে গ্রেফতার করা হয় ।যার মামলা নং- ২১, তারিখ- ২২/০৫/২০২৩ ইং, ধারা- ৪০৮ পেনাল কোড।

গত ২২/০৫/২০২৩ ইং তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদী তাওসিফ আমির দোভাষ (৩২) তার প্রতিষ্ঠানের সর্বমোট ৩০,৬৮,৫০০/- (ত্রিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে এসে ইউসিবি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাদীর প্রতিষ্ঠানের অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮), আসামী মোঃ সোলেমান (৩৩) কে সাথে নিয়ে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে এসে গাড়ী পার্কিং করে। তখন বর্ণিত আসামী অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮) এর অগোচরে কৌশলে নগদ ৩০,৬৮,৫০০/- (ত্রিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বাদী উক্ত ঘটনার বিষয়টি ডবলমুরিং মডেল থানাকে মৌখিকভাবে অবগত করলে অফিসার ইনচার্জ মহোদয়ের তৎক্ষনিক নির্দেশে এসআই/আহলাদ ইবনে জামিল ও এসআই/মোঃ ইমান হোসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় লোকেশন সনাক্ত করে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ছোট দারোগারহাট বাজারস্থ শাকিল স্টোর নামীয় কাঠের দোকানের পাশে যাত্রী ছাউনির সামনে নোয়াখালীগামী বাধন এক্সপ্রেসের বাসকে সিগনাল দিলে আসামী মোঃ সোলেমান পুলিশে উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে বাদীর দেখানো ও সনাক্তমতে বর্ণিত আসামীকে আটক করে এবং আসামীর হেফাজত হতে আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০/- (ঊনত্রিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ডবলমুরিং মডেল থানার মামলা নং- ২১, তারিখ- ২২/০৫/২০২৩ ইং, ধারা- ৪০৮ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-
১। (BP6U4) মোঃ সোলেমান (৩৩), পিতা-মোঃ আব্দুল মোনাফ, মাতা-মোছাঃ বিয়াধনী, সাং-আলিম উদ্দিন সর্দার বাড়ী, বাটইয়া, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী।আত্মসাৎকৃত টাকার পরিমানঃ-
১। নগদ ৩০,৬৮,৫০০/- (ত্রিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত আলামতঃ ১। নগদ ২৯,২৫,৫০০/- (ঊনত্রিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা।অভিযানে অংশগ্রহণকৃত অফিসারের নামঃ
১। এসআই/ আহলাদ ইবনে জামিল, ২। এসআই/ মো: ইমান হোসাইন।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর