আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম হালিশহরে ভুয়া দাঁতের ডাক্তার গ্রেপ্তার।

চট্টগ্রাম রিপোর্টার: সুমন

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকাতে মো. মনিরুল ইসলাম (৪৯) নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গত০১-০৪-২০২৩ ইং তারিখ শনিবার  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ জরিমানা করেন। তিনি জানান, হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক একটি বেসরকারি ক্লিনিকে অভিযানে যাই। এসময় ক্লিনিকের মালিক মো. মনিরুল ইসলাম নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেন এবং তার নিজের প্রেসক্রিপশন প্যাড দেখান। প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ডা. লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি বিএমডিসির কোন রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করেন। ফলে ওই ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সাজা পরোয়ানামূলে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর