আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম রোজায় অসহায় পথচারী রোজাদারদের ইফতারি বিতরণ।

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

শুক্রবার ২৪-০৩-২০২৩ তারিখ হালিশহর ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক এর উদ্যোগে
১ম রোজায় হালিশহর চুনা ফ্যাক্টরী মোড়,আই ব্লক,বিডিআর মাঠ,ওয়াপদা, নয়া বাজার,গাউসিয়ার মোড় এসকল এলাকায় ১০০জন গরিব,এতিম,দুস্থ,প্রতিবন্ধী,অন্ধ,
পথ শিশুদের ইফতার বিতরন করা হয়েছে।প্রতিবছরের মত এবারও অসহায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণের জন্য এগিয়ে আসেন এই শিক্ষক। তিনি বলেন,

আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে পুরো রমজান মাস ব্যপী।গত ২ বছর যাবত আমরা অসহায়, দুঃখী মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। ইফতার,কাঁচাবাজার,
মাদ্রাসার ছাত্রদের পান্জাবি, এতিমখানার জন্য টীন,নগদ অর্থ,ইদের বাজার ইত্যাদি কার্যক্রম অব্যাহত ছিলো।দান করতে অর্থ নয় লাগে একটি সৎসাহস ও মনোবল।তিনি সমাজের সকল পেশাজীবীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। বিতরন কাজে সাহায্য করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক ইমরান নুর স্যার,ছাত্রদের মধ্যে ছিলো- ইফাজ ওয়াহাব,ইউশা বিন জিলানী,আদিব আসহাব, আল জাবের,রাগিব,আদিব,
ওয়াসি,রাকিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর