মোহাম্মদ রুবেল ফটিকছড়ি।
চট্টগ্রাম,ফটিকছড়ি ১১নং সুয়াবিল ইউনিয়ন বারমাসিয়া চা বাগান শ্রমিক কর্মচারী উদ্যোগে পূজা মন্ডপ প্রাঙ্গণে দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়।মহানামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠান সনাতন ধর্মাম্বলম্বীদের বিশ্বাসমতে এটি একটি বৈদিক অনুষ্ঠান।যার মাধ্যমে স্বর্গ ও বৈদিক দেবদেবীগনকে আহ্বান করে পৃথিবীর শান্তি কামনায় এই যজ্ঞ করা হয়।
৭_এ মার্চ মঙ্গলবার মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও শুভ অধিবাশ এবং ৮-এ মার্চ বুধবার মহানামযজ্ঞের শুভরম্ভ ও মহানাম সংকীর্তন।এতে নামসুধূ পরিবেশন করছেন শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়,বারমাসিয়া চা বাগান এবং শ্রী শ্রী দয়াল ঠাকুর সম্প্রদায়,হাটহাজারী ও শ্রী শ্রী মহানাম সম্প্রদায়, চট্টগ্রাম এবং রাত ১২ ঘটিকায় কৃষ্ণলীলা ও গৌরলীলা করেন রক্ষাচন্ডী সম্প্রদায় পটুয়াখালী।উক্ত মহানামযজ্ঞানুষ্ঠানে শ্রী নামসূধা পরিবেশন , ভোগ নিবেদন, মহাপ্রসাদ আস্বাদন। হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত ছিলো উৎসব অঙ্গন, যা পরিনত হয়েছিল সনাতনী মিলনমেলায়,
এতে বক্তব্য রাখেন~ বারমাসিয়া চা বাগান পূজা উদযাপন পরিষদ সভাপতি এবং ১১নং সুয়াবিল ইউনিয়ন ইউপি সদস্য আপন কূর্মী সাধারণ সম্পাদক শ্রী রুবেল কুর্মী। ১১নং সুয়াবিল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক এবং পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক জয় পদ চন্দ্র,বারমাসিয়া চা বাগান পঞ্চায়েত কমিটি অপু কূর্মী,বারমাসিয়া চা বাগান পঞ্চায়েত কমিটি সাধারণ সম্পাদক অসীম তুরি,বারমাসিয়া চা বাগান টিলা করণিক রুবেল ভট্রাচার্য,বারমাসিয়া চা বাগান টিলা করণিক রানা চন্দ,বারমাসিয়া চা বাগান টিলা করণিক পলাশ ঘোষ,সিনিয়ার সর্দার বারমাসিয়া চা বাগান তপন কূর্মী,বিমল কূর্মী, রূপন মুন্ডা,দিবাস ঘোষ,উত্তম কূর্মী,অসীম তুরি, অমিতাভ বাগদী,রানা কূর্মী,জনি কূর্মী,রতন বাগদি সহ আরো অনেকেই।
Leave a Reply