চট্টগ্রাম কণ্ঠ:ডেক্স
নগরীর হালিশহর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে হালিশহর এ ব্লক মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসানুল হক সামি (১৯) হালিশহর বিশ্বরোড নয়াবাজার গ্রিনভিউ আবাসিক এলাকার বাসিন্দা। জিসান হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০২২শে এসএসসি পাস করে, বর্তমানে সে নেভী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ঘটনাস্থলে পরিদর্শনরত হালিশহর থানার এসআই মো. পারভেজ জানান, ব্যাটারি চালিত অটো রিক্সা মোটর সাইকেলকে স্ব-জোরে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জিসানের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত্ত জিসানের বন্ধু শাহাদাতকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জহির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মীকে বলেন, আমরা সড়ক আইনের একটা মামলা নিয়েছি আর অবৈধ অটো রিক্সার ব্যাপারে আমরা যথারীতি ব্যবস্থা নেব।
Leave a Reply