আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের পাশে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষক।

চট্টগ্রাম কণ্ঠ ডেক্স

এই সমাজের অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে ছোট ছোট সাহায্য করে যাচ্ছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চারু ও কারুকলা বিভাগের শিক্ষক শরফুদ্দিন ইসতিয়াক।
২৭শে জানুয়ারি রোজ শুক্রবার বরাবরের মতোই শিক্ষার্থীদের সহযোগিতায় তিনি বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা ছাড়াও সিদ্ধার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। জুমার নামাজের পর চট্টগ্রামের স্টেশন রোডের নজিরশাহ( রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের জন্য দুটি ছাগল তার পাশাপাশি আম বাগান ছিন্নমূল মাদ্রাসা ও এতিমখানার ৮০ জন এতিমদের দুপুরের খাবার এবং সাত জন এতিমকে সাতটি কোরআন শরীফ দেয়া হয়। তাছাড়া একই সাথে আরো ১০জন পথচারীকে শীতের কম্বল দেয়া হয়।

দীর্ঘদিন ধরে গরিব অসহায় এই সমাজের মানুষের পাশে মানবতার কাজ করে যাচ্ছে এই শিক্ষক। তিনি বলেন সাহায্য করার জন্য প্রচুর ধন সম্পদের প্রয়োজন হয় না সৎ ইচ্ছে ভালো মান-মানসিকতা নিয়ে একটু ত্যাগ স্বীকার করলেই এই সমাজের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব। তিনি আরো বলেন সবাই আমার মতে এগিয়ে আসলে আমাদের সমাজের কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর