আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড় কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন’র অভিযান

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।

চট্টগ্রাম আকবরশাহ থানাধীন লেকসিটি এলাকার পাহাড়েঅভিযানে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সহকারী কমিশানার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার(৫জানুয়ারি) সকাল ১১টা থেকে ফয়েসলেক সংলগ্ন সালামতুল্লাহ বাইলেন এ অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,ফয়েসলেক সংলগ্ন এলাকার পাহাড় কাটার প্রামাণ পাওয়া যায়।

রেকর্ড অনুযায়ী টিলা শ্রেনির জায়গাটি ইয়াসিন উল্লাহ রাশেদ নামে একজন মালিক এবং উক্ত জায়গাটির বায়না মূলে স্বপন কুমার ভট্টাচার্য। পাহাড় কাটার বিষয়ে দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। এবং তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা করার প্রক্রিয়া অভিযানকালে পাহাড় কাটার সাথে সম্পৃক্ত ব্যাক্তিগণ পালিয়ে যায়।

আকবরশাহ এলাকার লেকসিটি এলাকায় ১৭৮ দাগে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।এ টিলাতে এই দাগে ৮.৬০ একর জায়গা এবং অনেকের মালিকানা রয়েছে।উক্ত জায়গার মালিকানা বিষয়ে উপস্থিত মানুষকে জিজ্ঞাসা করলে কেউ মালিকানা স্বীকার করেনি । এতে তদন্তপূর্বক মালিকানা চিনহ্নিত করে পরিবেশ আইনে মামলা করা হবে।

অন্যদিকে পাশাপাশি লিংক রোডে এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর