বিজয়
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস,
বীর বাঙ্গালীর জয় বিজয়ী পরশ।
এক সাগর রক্তের বিনিময়ে গাঁথা,
লাখো বাঙালি শহীদের মহান স্বাধীনতা।
কখনো ভুলবো না কভু আমরা তোমাদের,
বিজয়ে আনুক বিজয়,এ-বিজয় গৌরবের।
দেশবিশ্ব চিনে জানে বীর বাঙ্গালীর ইতিহাস,
রক্ত দিয়ে বিজয়ী মোরা,নয় কারো কৃতদাস।
৭১ এ-পেলাম স্বাধীনতা,গত হল বাইশ সাল,
চারযুগ পরেও মোদের গেল না,অশনী অকাল।
আজো শুনা যায়,অধিকারের দাবীতে মিছিল,
তাজা রক্ত চুষে খাই দানবীয় শকুন আর চিল।
এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?
অর্ধশত পরেও জাগে প্রতিহিংসার রাজনীতি
এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?
সমাজ রাষ্ট্র ক্ষতবিক্ষত আজ অনিয়ম দুর্নীতি,
এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?
সভ্যতার ডাকে স্বাধীনতার নামে ত্রাস,
মুক্ত বিজয়ী স্বাদ,জীবন্ত হয়েও মৃত বসবাস।
বাঁচিবার তরে বৃথা,আলোকিত হয়নি আজো
স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য ইতিহাস।
লেখনীতে-মোহাম্মদ মাসুদ
তারিখ-১৬ডিসেম্বর সকাল বেলা।
Leave a Reply