আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৯৫টি চোরাই মোবাইলসহ আটক ৭। গোয়েন্দা উত্তর বিভাগ

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার সহ ৭ জনকে আটক করলেন চৌকস টিম গোয়েন্দা উত্তর বিভাগ।

২৯ শে নভেম্বর বেলা ০৩ঃ৪০ মিনিটের সময় কোতোয়ালি থানাধীন রিয়াজ উদ্দিন বাজার এবং ২৮ নভেম্বর রাত ১০:৪০ মিনিটের সময় বায়েজি বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িতদের মোবাইল সহ গ্রেফতার করেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক তত্বাবধানে অতিঃ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ জহিরুল ইসলাম এর নিদের্শনায় পুলিশ পরিদর্শক(নিঃ) রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ১) মোঃ রবিউল হোসেন প্রকাশ রিফাত (২১) ২। মাইনুল ইসলাম প্রকাশ জুবরাজ (২৭) ৩। আমিনুর রহমান প্রকাশ মানিক (২৫) ৪। মোঃ আরফান উদ্দিন (২৬) ৫। মামুনুর রশিদ আরফাত (৩২)৬। মোঃ খালেক (২২) ৭। মুহাম্মদ সোহেল উদ্দিন প্রকাশ সোহেল (৩০)’কে ৯৫ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের’কে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, চক্রটি চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন ছিনতাইকারী ও পকেটমারদের নিকট হইতে কম মূল্যে ক্রয় করে, পরবর্তীতে চোরাই মোবাইল সমূহের আইএমইআই নাম্বার পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৪,তারিখ-২৯/১১/২০২২ ইং ধারা-৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। আইএমইআই নাম্বার পরিবর্তন করার ফলে উদ্ধারকৃত চোরাই মোবাইল সমূহের মালিকানা যাচাই কঠিন হয়ে পরে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর