আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বস্তাভর্তি অর্ধ গলিত যুবকের লাশ ঊদ্ধারের ৫ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২২খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আজিজ (২২), পিতা- নুরুল আবছার, মাতা-কমরু বেগম, সাং-নতুন পাড়া, খুটাখালী, ০৩নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার বর্তমানে সাং-উত্তর হাশিমপুর, সড়ক ও জনপ ভবনের পূর্ব পাশের্^, সমসু মিয়ার বিল্ডিংয়ের ৪র্থ তলার ভাড়া বাসা, ০১নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম ভিকটিম আরিফের হত্যাকান্ডে জড়িত রহিয়াছে জানিতে পারিয়া তাহাকে সুত্রোক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে ০১/১১/২০২২খ্রিঃ রাতে কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত আসামী স্বীকার করে যে, আসামী আজিজ ও ভিকটিম আরিফ ঘনিষ্ট বন্ধু। ঘটনাস্থলের পাশের্^ই বর্ণিত আসামীর ভাড়াবাসা। ভিকটিম পেশায় ড্রাম্পার গাড়ীর চালক হইলেও সে ইট ভাটার আমদানী/ইট বিক্রয়ের টাকা সংগ্রহ করিয়া মালিকের নিকট পৌঁছাইয়া দিত। ভিকটিমের নিকট সবসময় টাকা পয়সার হিসাব থাকার বিষয়টি তাহার বন্ধুরা অবগত ছিল। ঘটনার তারিখ ২৯/১০/২০২২খিঃ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী আজিজ ফোন করিয়া ভিকটিমকে তাহার ভাড়া বাসায় নিয়া যায়। তথায় আসামী আজিজ সহ তাহার বন্ধু জোহার, শুক্কুরগণ পরস্পর যোগসাজসে ভিকটিমের নিকট থাকা টাকা হাতিয়ে নেওয়ার কু-মানসে ভিকটিমকে হত্যা করে এবং ভিকটিমের নিকট থাকা টাকা পয়সা নিয়া নেয়। পরবর্তীতে বর্ণিত গ্রেফতারকৃত আসামী আজিজ সহ অপরাপর আসামীরা মৃতের পা প্লাষ্টিকের রশি দিয়া বেঁধে এবং লাশ বস্তা বন্দি করিয়া উক্ত ভাড়া বাসার ৪র্থ তলার ছাঁদ হইতে পাশর্^বর্তী ডোবায় ফেলিয়া দেয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং আসামীর উপস্থাপন মতে ভিকটিমের কাছ থেকে নেওয়া টাকার মধ্যে নগদ ২৯,৫০০/- টাকা, ১০০০/- টাকার পড়নের জুতা, প্যান্ট, গ্যাঞ্জিসহ মার্কেট করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি ছুরি ও প্লাষ্টিকের রশি উদ্ধার করে।

উক্ত আসামীকে অদ্য ০২/১০/২০২২খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং আসামী হত্যা কান্ডের ঘটনার সহিত জড়িত আছে বলিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মাতাবেক স্বেচ্ছায় জাবানবন্দী প্রদান করেন। ঘটনার সহিত জড়িত থাকলে তাদেরকে গ্রেফতার করার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত   আছে।

Leave a Reply

Your email address will not be published.

     এই বিভাগের আরও খবর